Tuesday, October 14, 2025

পিআর-সংস্কার নিয়ে দলগুলো ঐকমত্য হলেই কেবল নির্বাচন: নাহিদ


সংগৃহীত

সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই কেবল দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তার আগে নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআর ইস্যু কে বুঝলো, আর বুঝলো না তা নিয়ে ভাবার আর সময় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 

শনিবার (১৯ জুলাই) জুলাই পদযাত্রার ১৯তম দিনে কক্সবাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে আর দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকালে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু হয় এনসিপির ১৯তম দিনের পদযাত্রা। এতে অংশ নেন জেলার প্রায় প্রত্যেকটি উপজেলা থেকে আসা নেতাকর্মীসহ তরুণ-যুবারা।

২৪ এর অভ্যুত্থানের নানান স্লোগানে মুখরিত এই পদযাত্রাটি প্রায় তিন কিলোমিটার পারি দিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরি ময়দানের পথসভায়। বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে সংস্কারের গুরুত্ব আর পতিত সরকারের সময়ের মত নব্য গডফাদার সৃষ্টির প্রসঙ্গ।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন