- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বর ২০২৫ – দিনব্যাপী রেলপথ অবরোধের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা এবার ক্যাম্পাসের ব্যাংক ও প্রশাসনিক কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে ছয় দফা দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলন চালাচ্ছেন।
মঙ্গলবার দুপুর ১টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় তালা দেন। এরপর নতুন প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন, কর্মকর্তাদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, “আমাদের ছয় দফা দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন ও ব্ল্যাকআউট ঘোষণা করা হবে। ক্যাম্পাসের সব ক্লাস, পরীক্ষা এবং ব্যাংক-অর্থনৈতিক লেনদেন স্থগিত থাকবে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার – অবৈধভাবে হল ত্যাগের নির্দেশ বাতিল করতে হবে।
সুবিধার ধারাবাহিকতা – হলের পানি, বিদ্যুৎ ও গ্যাস সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে।
প্রক্টরিয়াল বডির পদত্যাগ – শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার দায়ে প্রশাসনের নিরব ভূমিকার জন্য প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
বহিরাগত সন্ত্রাসী ও হুমকির ব্যবস্থা – লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুরসহ ছাত্রদের ওপর হামলার সঙ্গে যুক্ত শিক্ষক ও বহিরাগতদের শাস্তির ব্যবস্থা।
উপাচার্যের ক্ষমা প্রার্থনা – ছাত্রদের ওপর হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
একক কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবি – এক মাস ধরে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয় রাতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপরও শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে।