Tuesday, October 14, 2025

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পাঁচটি ব্যাংক একীভূত, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক সমর্থন প্রকাশ


ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার | PNN:

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক একীভূতের পক্ষে সমর্থন জানিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের পর ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান জানিয়েছেন, “বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে আমানতকারীদের ক্ষতি যাতে না হয়, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক।”

চেয়ারম্যান আবদুল মান্নান আরও বলেন, “এস আলম এ ব্যাংক থেকে বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় বেনামি ঋণ গ্রহণ করতে হয়েছে। সেই বেনামি ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংক এত বিপর্যয়ের মুখে পড়েছে।”

বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন