Tuesday, October 14, 2025

বাজার মূলধনে এক বিলিয়ন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক: দেশের ব্যাংক খাতে ঐতিহাসিক মাইলফলক


প্রতিকি ছবি: ব্র্যাক ব্যাংক (সংগৃহীত)

দেশের পুঁজিবাজারে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। মার্কেট ক্যাপিটালাইজেশনে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের একমাত্র দেশীয় ব্যাংক হিসেবে এই সাফল্য অর্জন করল।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্জন ব্র্যাক ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, করপোরেট সুশাসন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অব্যাহত আস্থারই প্রতিফলন। আন্তর্জাতিক মানের ক্রেডিট রেটিং ও টেকসই প্রবৃদ্ধির ধারায় চলা এই ব্যাংককে পুঁজিবাজারে ‘ব্লু-চিপ’ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারের দর গত ২১ জুলাই দাঁড়ায় ৬৩ টাকা ৭০ পয়সায়, যা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন।

বর্তমানে ব্যাংকটির ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে পরিচালক ও স্পন্সরদের মালিকানা রয়েছে ৪৬.১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ৩৩.৭৯ শতাংশ, স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৩.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬.৭৬ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে উচ্চমানের আর্থিক সূচক যেমন ইপিএস (আর্নিং পার শেয়ার), আরওই (রিটার্ন অন ইকুইটি), আরওএ (রিটার্ন অন অ্যাসেট), কম এনপিএল (নন-পারফর্মিং লোন) এবং কর-পরবর্তী মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এক বিলিয়ন ডলারের বাজার মূলধন ছাড়িয়ে যাওয়ায় আমরা গর্বিত। এটি আমাদের বিনিয়োগকারী ও গ্রাহকদের অবিচল আস্থার প্রতীক। আমরা দীর্ঘমেয়াদে ভ্যালু তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে সারা দেশে ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৮,০০০-এর বেশি কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তাদের গ্রাহকসংখ্যা ইতিমধ্যেই ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

এই অর্জন দেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি দেশি ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন