Tuesday, October 14, 2025

ছাত্র ইউনিয়নের হুশিয়ারি: মার্কিন চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলনের ঘোষণা


ছবি: মার্কিন চুক্তি জনসম্মুখে প্রকাশ ও মুকিতুল হাসানের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি অংশ (সংগৃহীত)

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সামরিক ও বেসামরিক সব চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি অংশ।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার বলেন, “বাংলাদেশের জনগণের মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাস দীর্ঘ। আজও সেই সংগ্রামের পথেই আমাদের চলতে হবে। দেশের স্বার্থবিরোধী সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং মুকিতুল হাসানের ওপর দায়ের করা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করতে হবে।”

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার সমাবেশ সঞ্চালনা করেন। তিনি বলেন, “একটি গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অপপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই আইন ঔপনিবেশিক ধাঁচের এবং মুক্তচিন্তার পরিপন্থী।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ বাপ্পি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের বর্তমান নীতি আমেরিকার প্রতি একধরনের নতজানু মনোভাব প্রকাশ করছে। প্রধান উপদেষ্টার অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই সরকার জনগণের নয়, বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষায় তৎপর।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল না করে এবং মুকিতুল হাসানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করে, তাহলে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনের পথে নামবে। হরতাল, অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেয়া হচ্ছে।”

সমাবেশে বক্তারা দাবি করেন, মুকিতুল হাসান রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেননি বরং জনগণের পক্ষে অবস্থান নিয়ে সৎ ও সাহসী ভূমিকা রেখেছেন। তাঁকে শাস্তি দিয়ে সরকার মূলত সত্য প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন