Tuesday, October 14, 2025

আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর মধ্যে বড় সাফল্য: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান


ফাইল ছবিঃ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, আমেরিকার আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে বাংলাদেশের বড় একটি সাফল্য এসেছে। প্রাথমিকভাবে ৩৭% ট্যারিফের সম্মুখীন হলেও ধারাবাহিক আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টায় তা কমিয়ে ২০% করা সম্ভব হয়েছে। যদিও এই ফলাফল নিয়ে সরকার পুরোপুরি সন্তুষ্ট নন, তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক বেশি ইতিবাচক।

রোববার (১০শে আগস্ট) গুলশান ক্লাব লিমিটেডে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, “আমেরিকা মোট ১৫৪টি দেশের বিরুদ্ধে এই ট্যারিফ ঘোষণা করেছিল, যেখানে বাংলাদেশও ছিল। ট্যারিফ ঘোষণার পরপরই সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মতামত নিয়ে আলোচনার কৌশল নির্ধারণ করা হয়।”

তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে চার ধাপের আলোচনার মাধ্যমে এই সাফল্য এসেছে। বিটিএমএ ও বিজিএমইএ-এর মতো ব্যবসায়ী সংগঠনগুলোর অকুণ্ঠ সমর্থন থাকলে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জন সম্ভব হবে।”

বাণিজ্য সচিব আরও জানান, সরকার সবসময় দেশের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন