- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনা মহানগরীর কোর্টের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এক সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতের নাম পরিচয় জানা গেছে—কালা মানিক। তার কাছ থেকে একটি ব্যাগে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী কোর্টপ্রাঙ্গণের আশেপাশে তল্লাশি শুরু করলে কালা মানিককে আটক করা সম্ভব হয়। তল্লাশির সময় একটি ব্যাগে চাপাতিগুলো পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই অভিযানে জড়িত বলতে থাকা আরও কয়েকজন। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথভাবে খোঁজখবর চলছে।
সেনাবাহীর একটি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, "কোর্টের সামনে কে বা কারা, কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে আসছিল, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি সম্পর্কে অনুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রাথমিকভাবে জানা গেছে, কোর্ট এলাকায় বড় কোনো ঘটনার চেষ্টা রোধ করতে সেনাবাহিনী দ্রুত অভিযান চালায়। ঘটনার নির্দিষ্ট প্রেক্ষাপট ও আরোহীদের পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।