- ১৪ অক্টোবর, ২০২৫
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট এবং ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করেছেন। সফরকালে তিনি এখানকার নৌকা তৈরির পদ্ধতি ও বাজার সম্ভাবনা পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই খাতে আলজেরিয়ার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বিকেলে আটঘর কুড়িয়ানা এলাকার বিখ্যাত ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। ট্রলারে চড়ে হাটের বিভিন্ন অংশ ঘুরে স্থানীয় কারিগরদের তৈরি নৌকার মান, কাঠামো ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান। নৌকা নির্মাণশিল্পে স্থানীয়দের দক্ষতা ও সৃজনশীলতা দেখে তিনি প্রশংসা করেন।
রাষ্ট্রদূত সাইদানি বলেন, “এই অঞ্চলের নৌকা তৈরির ঐতিহ্য ও কারিগরি দক্ষতা অত্যন্ত সম্ভাবনাময়। আমরা এই নৌকা আমদানির বিষয়ে আগ্রহী এবং ভবিষ্যতে এই শিল্পে বিনিয়োগের চিন্তা করছি।”
পরিদর্শনের এক পর্যায়ে তিনি ছারছীনা দরবার শরীফে যান এবং সেখানে জুমার নামাজ আদায় করেন। সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং ওসি বনি আমিন।
রাষ্ট্রদূত স্থানীয় প্রশাসন এবং জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সংস্কৃতি, বাণিজ্য ও মানুষের মধ্যে সংযোগের অনেক সুযোগ রয়েছে। এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।”
রাষ্ট্রদূতের এ সফর স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে ভাসমান নৌকারহাটকে কেন্দ্র করে বিদেশি আগ্রহকে অনেকে একটি নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখছেন। স্থানীয় নৌকা শিল্পকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলতে এ ধরনের আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।