- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী পূর্বে কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা এখন বোর্ডের eSIF পূরণের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় ৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। নিয়মিত শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা, আর অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ফি ৮৩৫ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাদ্রাসা প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন তাদের অধীনে থাকা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করেন এবং সময়মতো ফি জমা দিতে সহায়তা করেন।