- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
সৌদি আরব থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর খরচ কমাতে দুই দেশের আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সৌদি আরব থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত খরচ বহন করছেন, যা তাদের জন্য বড় চাপ। “দক্ষ ও কম খরচে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করতে হলে দুই দেশের ব্যাংক ও আর্থিক সংস্থা একসঙ্গে কাজ করতে পারে,” তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে অর্ধ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে এবং ট্রিলিয়ন ডলারের পথে অগ্রসর। দেশের প্রাকৃতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত ৩০ বছরে প্রবৃদ্ধি কখনোই সাড়ে তিন শতাংশের নিচে নামেনি। তিনি সৌদি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশী শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নের বিষয়েও গভর্নর আলোকপাত করেন। পাশাপাশি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মতো বৃহৎ তহবিল থেকে বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পরামর্শ দেন।
এদিকে, অনুষ্ঠানে বক্তব্য দেন এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। তারা বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিশাল, বিশেষ করে বস্ত্র, তৈরি পোশাক, কৃষি পণ্য, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ খাতে। সৌদি আরবে বর্তমানে প্রায় ২১ লাখ বাংলাদেশি কর্মরত থাকলেও দক্ষ শ্রমিকের সংখ্যা মাত্র ২২ শতাংশ। যৌথ উদ্যোগে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সম্ভাবনা আরও বিস্তৃত করা সম্ভব।