আসিফ মাহমুদ | ঢাকা:
ভারতীয় পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে দেশটিতে রপ্তানি হওয়া বিভিন্ন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক কার্যকর করা হয়েছে।
মার্কিন প্রশাসনের ঘোষণা অনুযায়ী, শুল্ক আরোপের আওতায় মূলত কৃষিপণ্য, ইস্পাত, রাসায়নিক দ্রব্য এবং কিছু ভোক্তা পণ্য পড়বে। এ পদক্ষেপে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও চাপে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ওয়াশিংটন জানিয়েছে, বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং নিজস্ব শিল্প সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে, মার্কিন সিদ্ধান্ত ‘একতরফা’ এবং এর প্রভাব মোকাবিলায় বিকল্প বাজার খোঁজার উদ্যোগ নেওয়া হবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। তবে প্রয়োজনে আমরাও পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিতে পারি।”
বিশ্লেষকদের মতে, এ শুল্ক আরোপে ভারতীয় রপ্তানি খাত বড় ধরনের চাপে পড়বে। বিশেষত, ইতিমধ্যে বৈশ্বিক মন্দা ও ভূরাজনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। নতুন শুল্কের কারণে এ প্রবাহ কমে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।