Friday, December 5, 2025

আগামী ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক হচ্ছে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম


ছবি; এনবিআর ভবন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে, আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক হবে। দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চলতি বছরের শুরুতেই এনবিআর চালু করেছে এই স্বয়ংক্রিয় সফটওয়্যার।

বর্তমানে এনবিআরের অধীনে থাকা তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে। তবে সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক না থাকায়, বেশির ভাগ প্রতিষ্ঠান এখনো ম্যানুয়াল পদ্ধতিতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করছে।

বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহ সাধারণত শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করতে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনারেট থেকে ইউপি গ্রহণ করে থাকে। গত ১১ মাসে সফটওয়্যারের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

এনবিআর জানিয়েছে, ১ জানুয়ারি থেকে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহের ইউপি ইস্যুকরণের সব সেবা শুধুমাত্র কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রদান করা হবে। এর পর সফটওয়্যার ব্যতীত অন্য কোনো মাধ্যমে ইউপি প্রদান করা হবে না।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনা হবে। এই উদ্যোগের মাধ্যমে দ্রুততা, স্বচ্ছতা এবং কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন