Friday, December 5, 2025

রোনালদোকে ছোঁয়ার পথে এমবাপ্পে, সামনে মেসির অপ্রতিরোধ্য পাহাড়


ফাইল ছবিঃ কিলিয়ান এমবাপ্পে। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৫ সাল শেষের পথে, আর ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বছর তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৬০ গোল করেছেন এই ফরাসি তারকা।

রিয়ালের হয়ে এমবাপ্পে ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে চলতি মৌসুমে ২৩টি গোল এসেছে। অর্থাৎ রিয়ালের মোট গোলের প্রায় ৫৬ শতাংশই এমবাপ্পের করা। এছাড়া জাতীয় দলের হয়ে তিনি আরো ৭টি গোল করেছেন।

ডিসেম্বরে ক্লাবের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ থাকায়, যদি এমবাপ্পে এই ম্যাচে কমপক্ষে ৭ গোল করেন, তবে তিনি ২১ শতকে এক বছরের মধ্যে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন। বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি এক বছরে ৫৯ গোল করেছেন। এমবাপ্পে রোনালদোকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন।

তবে তালিকার চূড়ায় থাকা লিওনেল মেসির ৭৯ গোলকে ছাড়িয়ে যাওয়া এখনো কঠিন। এমবাপ্পেকে যদি মেসিকে পেছনে ফেলে যেতে হয়, তবে তাকে ৫ ম্যাচে ২৭ গোল করতে হবে, যা বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে।

এমবাপ্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হ্যারি কেইন, যিনি ৪২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাই নাটকীয় কিছু না ঘটলে এমবাপ্পে তাকে পেছনে ফেলে এগিয়ে যাবেন।

এবারের এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এক পঞ্জিকাবর্ষে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করা ফরাসি তারকা হিসেবে তালিকায় প্রবেশ করেছেন। এছাড়াও যদি বাকি ৫ ম্যাচে ১৫ গোল করতে পারেন, তবে তিনি পেলেকে ছুঁতে পারবেন। ১০ গোল করলে রোনালদো ও লেভানডফস্কিকে পেছনে ফেলে আরও উপরের স্থানে উঠে আসবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন