Friday, December 5, 2025

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিরাপত্তা জোরদার, হাসপাতালে নেতা-কর্মীদের ভিড়


ছবিঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার হাসপাতালের সামনের এলাকায় গতকাল সোমবারের তুলনায় আরও বেশি পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন।

সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, নেতা-কর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। উপস্থিত পুলিশ ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সদর হাসপাতাল এলাকায় সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রায় ৫০ জন পুলিশ সদস্য দায়িত্বে আছেন।”

হাসপাতালের সামনে থাকা নেতা-কর্মীরা জানাচ্ছেন, খালেদা জিয়াকে দেখা নাও হতে পারে, তবু তারা অন্তত সশরীর এসে তাঁর খবর জানার জন্য এখানে এসেছেন।

বরিশালের উজিরপুর থেকে এসেছেন নজরুল ইসলাম, তিনি বলেন, “দেখতে পাব না, তবু এলাম। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। পদ চাইনি কখনো। তবে তিনি মায়ের মতো আমার কাছে।”

রাজধানীর উত্তরা থেকে আসা সোহেলী পারভিন শিখা বলেন, “গতকাল থেকে হঠাৎ ম্যাডামের বিষয়ে খোঁজখবর পাওয়া যাচ্ছেনা, তাই কিছুটা আতঙ্কিত হয়ে এসেছি। অন্তত হাসপাতালে এসে খোঁজখবর নিতে পারছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং চিকিৎসকেরা যথাযথ পর্যবেক্ষণ ও চিকিৎসা দিচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন