- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জাহিদ হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে এ হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন আছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহিদ হোসেন বলেন, “চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া; বা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। ”তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান সময়ে মেডিকেল বোর্ডের অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। “আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। দেখার পর যদি তিনি ট্রান্সফারেবল হন এবং মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করে, তখন তাঁকে বাইরে নিয়ে যাওয়া হবে যথাযথ চিকিৎসার জন্য,” বলেন জাহিদ হোসেন।
তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব বা অযথা আশঙ্কার প্রতি বিশ্বাস না করার জন্য এবং সর্বোচ্চ সংযম বজায় রাখার জন্য।
জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।