Friday, December 5, 2025

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন কাঠামোগত সংস্কার: বদিউল আলম মজুমদার


ছবিঃ গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রাজধানীতে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়; প্রয়োজন আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার। গোলটেবিল বৈঠকটি সুজনের আয়োজনে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজনের সহসভাপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন।

বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ, কিন্তু নির্বাচনই গণতন্ত্র নয়। অতীতে কিছু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেগুলোর মাধ্যমে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়নি। গণতান্ত্রিক উত্তরণ মানে প্রতিটি নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হলে পরিচ্ছন্ন রাজনৈতিক অঙ্গন গড়ে তুলতে হবে। বর্তমান রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন হওয়ার মূল কারণ হলো নির্বাচনী ব্যবস্থার দুর্বৃত্তায়ন। অনেক অযোগ্য ও অসৎ ব্যক্তি সংসদে গিয়ে এই ব্যবস্থা কলুষিত করেছেন। দেশে বড় বড় দুর্নীতি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় ঘটে। রাজনীতিবিদ, কিছু আমলা ও ব্যবসায়ীর আঁতাতেই এই দুর্নীতি পরিচালিত হয়।” বদিউল আলম মজুমদার বলেন, এই পরিস্থিতি পরিবর্তনের জন্য দেশের আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার জরুরি। 

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, নির্বাচন বিশেষজ্ঞ জেসমীন টুলী প্রমুখ। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে এসব সংস্কারের গুরুত্ব বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন