Tuesday, January 13, 2026

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ও এমপিও তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাঁরা নিয়োগের সুপারিশ পেয়েছেন, তাঁদের যোগদান ও এমপিও সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এসব সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করেছেন, কারা যোগদান করতে পারেননি কিংবা পদায়নে জটিলতা রয়েছে কি না—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া যোগদানকারী শিক্ষকদের মধ্যে কতজন ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছেন এবং এখনো এমপিও না পাওয়া শিক্ষকদের নাম, পদবি ও প্রতিষ্ঠানের তথ্য আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বাস্তব যোগদান ও এমপিও পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী যেসব শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি, তাঁদের বিস্তারিত তথ্য আগামী ২৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এমপিও জটিলতা চিহ্নিত করা সহজ হবে এবং দ্রুত সমাধানের পথ তৈরি হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন