- ১৩ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিশাল পরিসরে অবকাঠামো সম্প্রসারণে নামছে মেটা। এ লক্ষ্যে নতুন উদ্যোগ ‘মেটা কম্পিউট’ চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এই উদ্যোগের মাধ্যমে আগামী বছরগুলোতে এআই–নির্ভর ডেটা সেন্টার ও প্রযুক্তি অবকাঠামো তৈরিতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি।
সোমবার সামাজিক মাধ্যম থ্রেডসে দেওয়া এক পোস্টে জাকারবার্গ জানান, চলতি দশকে মেটা দশ থেকে শতাধিক গিগাওয়াট ক্ষমতার অবকাঠামো গড়ে তুলতে চায়। তিনি বলেন, “এই অবকাঠামো কীভাবে আমরা নকশা করব, বিনিয়োগ করব এবং অংশীদারিত্ব গড়ে তুলব—সেটাই ভবিষ্যতে আমাদের কৌশলগত সুবিধা হয়ে উঠবে।”
গিগাওয়াট হলো বিদ্যুৎ শক্তির একটি পরিমাপ, যা এক বিলিয়ন ওয়াটের সমান। বিশেষজ্ঞদের মতে, এআইভিত্তিক ডেটা প্রসেসিং ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বাড়তে থাকায় আগামী এক দশকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
নতুন এই উদ্যোগ বাস্তবায়নে তিনজন শীর্ষ নির্বাহীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকারবার্গ। এর মধ্যে রয়েছেন মেটার গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রধান সন্তোষ জানার্ধন। ২০০৯ সাল থেকে মেটার সঙ্গে যুক্ত থাকা জানার্ধন প্রযুক্তিগত স্থাপনা, সফটওয়্যার কাঠামো, নিজস্ব চিপ উন্নয়ন, ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ডেটা সেন্টার ও নেটওয়ার্ক পরিচালনার কাজ তদারকি করবেন।
এ ছাড়া, গত বছর মেটায় যোগ দেওয়া ড্যানিয়েল গ্রস নতুন একটি টিমের নেতৃত্ব দেবেন। এই দলটি দীর্ঘমেয়াদি অবকাঠামো সক্ষমতা পরিকল্পনা, সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, শিল্প বিশ্লেষণ এবং ব্যবসায়িক মডেল তৈরির দায়িত্বে থাকবে। গ্রস এর আগে ওপেনএআইয়ের সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া সুতস্কেভারের সঙ্গে ‘সেইফ সুপারইন্টেলিজেন্স’ নামে একটি এআই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
তৃতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান দিনা পাওয়েল ম্যাককরমিক। তিনি সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে মেটার এআই অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ, অর্থায়ন ও বাস্তবায়নের কৌশল নিয়ে কাজ করবেন।
বিশ্লেষকদের মতে, জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তারে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী ক্লাউড ও ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতা তীব্র হচ্ছে। মাইক্রোসফট, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এআই অবকাঠামো সম্প্রসারণে ব্যাপক বিনিয়োগ করছে। এ প্রেক্ষাপটে ‘মেটা কম্পিউট’ উদ্যোগ মেটাকে ভবিষ্যতের এআই প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে পারে।