- ১৩ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (CES)-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছিল প্রায় সব প্রযুক্তি পণ্যের কেন্দ্রবিন্দু। স্মার্ট রিং, স্মার্ট স্ক্রিন, স্মার্ট টিভি কিংবা স্মার্ট পিন—সবখানেই এআইয়ের ব্যবহার চোখে পড়েছে। এই প্রযুক্তি প্রদর্শনীতেই নতুন এক এআই পরিধানযোগ্য ডিভাইস উন্মোচন করেছে অ্যামাজন, যার নাম ‘বি’ (Bee)।
সম্প্রতি অ্যামাজনের অধিগ্রহণ করা এই ডিভাইসটি পিনের মতো জামায় ক্লিপ করে বা ব্রেসলেট হিসেবে হাতে পরে ব্যবহার করা যায়। ‘বি’ মূলত কথোপকথন রেকর্ড করার জন্য তৈরি হলেও এটি একটি ব্যক্তিগত এআই সহকারী হিসেবেও কাজ করে। সাক্ষাৎকার, মিটিং কিংবা ক্লাসের আলোচনা রেকর্ড করে সেগুলো থেকে তথ্য বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারে ডিভাইসটি।
অ্যামাজনের আগে থেকেই এআইভিত্তিক ভার্চুয়াল সহকারী হিসেবে অ্যালেক্সা থাকলেও, ‘বি’ যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি ঘরের বাইরে ব্যবহারযোগ্য এআই ডিভাইসের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করছে। অ্যালেক্সা যেখানে মূলত ঘরকেন্দ্রিক স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হয়, সেখানে ‘বি’ ব্যবহারকারীর দৈনন্দিন জীবন, কাজ ও চলাফেরার সঙ্গী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
সিইএসে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বি’-এর সহপ্রতিষ্ঠাতা মারিয়া দে লুর্দেস জোলো বলেন, ‘আমরা অ্যালেক্সাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। বরং দুটিকে পরস্পরের পরিপূরক হিসেবে ভাবি। অ্যালেক্সা ঘরের ভেতরের বিষয় বোঝে, আর বি ঘরের বাইরের জীবনকে বুঝতে সাহায্য করে। ভবিষ্যতে এই দুটি অভিজ্ঞতা একত্রিত হতে পারে।’
ডিভাইসটি ব্যবহারকারীর অনুমতি অনুযায়ী জিমেইল, গুগল ক্যালেন্ডার, ফোন কনট্যাক্টস কিংবা অ্যাপল হেলথের মতো সেবার তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত অভ্যাস ও রুটিন সম্পর্কে ধারণা তৈরি করে। এর ভিত্তিতে কাজের তালিকা, অনুস্মারক বা প্রয়োজনীয় পরামর্শও দিতে পারে ‘বি’।
অ্যামাজনের অ্যালেক্সা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রাউশ বলেন, ‘বি একটি গভীরভাবে ব্যক্তিগত ও আকর্ষণীয় এআই অভিজ্ঞতা। ভবিষ্যতে এটি অ্যালেক্সার সঙ্গে যুক্ত হলে ব্যবহারকারীরা আরও সমৃদ্ধ সেবা পাবেন।’
বর্তমানে শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং বক্তৃতা বা কথোপকথননির্ভর পেশায় যুক্ত ব্যক্তিদের মধ্যে ‘বি’-এর ব্যবহার বাড়ছে। তবে নিরাপত্তার দিক বিবেচনায় কথোপকথন ট্রান্সক্রিপ্ট করার পর অডিও সংরক্ষণ করা হয় না, যা কিছু পেশাগত কাজে সীমাবদ্ধতা তৈরি করতে পারে।
সান ফ্রান্সিসকোতে অবস্থিত ‘বি’-এর ছোট একটি দল নতুন ফিচার ও কার্যকারিতা নিয়ে কাজ করছে। ২০২৬ সালে ডিভাইসটিকে ঘিরে আরও নতুন উদ্ভাবনের ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা।
অ্যামাজনের অংশ হওয়ার বিষয়ে মারিয়া দে লুর্দেস জোলো বলেন, ‘এখন সম্ভাবনার কোনো শেষ নেই। এ কারণেই আমরা অ্যামাজনের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত।’