- ১৩ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য আরও অবনতি ঠেকাতে এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতের গতি ফিরিয়ে আনতে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক একাধিক নিলামের মাধ্যমে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে বৈদেশিক মুদ্রা কেনা হয়। বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসেই এ পর্যন্ত মোট ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ক্রয়কৃত ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতিবিদদের মতে, ডলার কেনার এই ধারাবাহিক উদ্যোগ একদিকে বৈদেশিক মুদ্রাবাজারে আস্থার বার্তা দিচ্ছে, অন্যদিকে প্রবাসী আয় ও রপ্তানি খাত থেকে আসা ডলারের প্রবাহকে উৎসাহিত করছে। তবে দীর্ঘমেয়াদে বাজারের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন।