Tuesday, October 14, 2025

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে প্রকাশের সম্ভাবনা


ফাইল ছবি: সরকারি কর্ম কমিশন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

চলতি সপ্তাহেই ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। তবে কীভাবে ফলাফল প্রকাশ করা হবে, তা নির্ধারণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শনিবার (১১ অক্টোবর) কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য তিন লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।

পিএসসির একজন কর্মকর্তা জানান, ‘পরীক্ষায় অনেক বিষয় থাকায় ফলাফল প্রকাশের পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা বসে বিষয়টি নির্ধারণ করবেন। আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় চলতি সপ্তাহেই ফলাফল দিতে হবে। আশা করছি, এই সপ্তাহে ফলাফল ঘোষণা হবে।’

শিক্ষা ক্যাডারের এই পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার জন্য মোট সময় ছিল দুই ঘণ্টা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন