Tuesday, October 14, 2025

বাংলাদেশ ব্যাংক আরও ১০ কোটি ৭০ লাখ ডলার নিলামের মাধ্যমে কিনেছে


ছবিঃ ডলার ও বাংলাদেশ ব্যাংক লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার নিলামের মাধ্যমে ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে। দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই পরিমাণ ডলার কেনা হয়েছে। এক ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি এবং রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে জুলাই থেকে নিয়মিত ডলার কেনা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ২০৮ কোটি ৮০ লাখ ডলার কিনেছে।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক ১৩ দফায় ডলার ক্রয় করেছে। গত কয়েক মাসে এক ডলারের বিনিময় হার ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সার মধ্যে ছিল এবং প্রতিটি দফায় কয়েক কোটি থেকে কোটিপতি ডলার কেনা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন