Friday, December 5, 2025

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীদের যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল


ছবিঃ ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চাকরিপ্রত্যাশীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। তবে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে দাবিদাওয়া শুরু করেন।

দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন প্রার্থীরা। তারা জানিয়েছেন, দাবি না মানা হলে রাজপথেই অবস্থান করতে বাধ্য হবেন। এছাড়া ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) যেন কার্যকর পদক্ষেপ নেয়, তা তাদের দাবি।

বিক্ষোভে পরীক্ষার্থীরা বলেন, পূর্ববর্তী বিসিএসে লিখিত পরীক্ষার জন্য সাধারণত ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। তবে এবার সময় মাত্র দুই মাসেরও কম, যা অযৌক্তিক। তারা মনে করছেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানো প্রয়োজন।

এছাড়া আন্দোলনকারীরা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, আন্দোলনের পরও নতুন চেয়ারম্যানের আচরণ স্বৈরাচারী ধাঁচের, যা পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে।

চাকরিপ্রার্থীরা প্রতিশ্রুতি দাবি করেছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রার্থীদের লিখিত পরীক্ষা নিয়ে ন্যায্য সময় নিশ্চিত করতে জোর দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন