Tuesday, October 14, 2025

৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম শাবিপ্রবির শরিফ খান


ছবিঃশরিফ খান(সংগৃহীত । যায়যায় দিন)

৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরিফ খান। আজ মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।

শরিফ খানের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের বন্যা বইছে। লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, "আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রতিনিয়ত ভালো করছে। এতে বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে।"

তিনি আরও যোগ করেন, "সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। সে তার পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেয়েছে। আমরা শরিফের সামনের দিনের জন্য শুভ কামনা করছি।" শরিফ খানের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন