Tuesday, October 14, 2025

ধর্মপাশায় ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ


ফাইল ছবি প্রতীক(সংগৃহীত।ইন্টারনেট)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে এক তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত কনস্টেবল আইনুল হক (২৮)। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামে। ভুক্তভোগী তরুণী নেত্রকোনার একটি কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী।

মামলার এজাহার এবং পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তরুণীর সঙ্গে কনস্টেবল আইনুল হকের পরিচয় হয় এবং এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি দেখা করতেন। গত ২৬ জুন তরুণী ধর্মপাশা উপজেলার মহদীপুর স্পিডবোট ঘাটে যান। সেখান থেকে আইনুল তাকে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে ভুয়া তথ্য দিয়ে কক্ষ ভাড়া নেন। পরদিন দুপুর পর্যন্ত আইনুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। ২৮ জুন পরীক্ষা শেষে তরুণী বিয়ের কথা বললে আইনুল তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। ২৯ জুন রাতে তরুণী ধর্মপাশা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জানান।

এসব অভিযোগের বিষয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা থানায় আইনুল হক বলেন, "আমার ভুল হয়েছে। আমি তাকে বিয়ে করতে রাজি। আমার প্রথম স্ত্রীও এতে সম্মতি দিয়েছেন।"

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য আজ সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে তারিখটি বিবেচনা করুন, আজ ১লা জুলাই ২০২৫। আপনার দেওয়া তথ্যেও ১লা জুলাই এর উল্লেখ আছে। আমি সেই তারিখটি ব্যবহার করেই খবরটি লিখছি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন