- ১৩ অক্টোবর, ২০২৫
সৌদি প্রো লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের কাতারে পৌঁছেছে কি না, তা নিয়ে বিতর্ক চলমান। তবে, গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই দাবিকে যেন সত্য প্রমাণ করে দেখালো আল হিলাল। এই অপ্রত্যাশিত জয় বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি আল নাসরের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করেন, "আমার বিশ্বাস, এরই মধ্যে আমরা শীর্ষ পাঁচে (বিশ্বের সেরা পাঁচ লিগ) আছি।" নিজের এই দাবির পক্ষে তিনি জোর দিয়ে বলেন, "নিজের কথায় আমার শতভাগ আস্থা আছে। যাঁরা এই লিগে খেলেন, তাঁরা আমার কথার অর্থ বুঝতে পারবেন।" রোনালদোর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছিল।
তবে, সৌদি প্রো লিগেরই দল আল হিলাল আজ সকালে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে সেই সমালোচনাকারীদের যেন জবাব দিল। এই জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘কে এখন রোনালদোর কাছে ক্ষমা চাইবে?’
এখানে কিছু বিষয় ভাবার আছে। ম্যানচেস্টার সিটি শুধু ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নই নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে গত ১০ মৌসুমের মধ্যে তারা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে একবার টানা চারবার শিরোপা জয়ের নজিরও আছে। যদিও গত মৌসুমটা তাদের ভালো কাটেনি, তবুও সিটি এই মুহূর্তে বিশ্বের সেরা তিনটি দলের একটি। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, তাদের স্কোয়াডের মোট মূল্য প্রায় ৭৯ কোটি ২৫ লাখ পাউন্ড (প্রায় ১৩ হাজার ৩২৬ কোটি টাকা)। অন্যদিকে, আল হিলালের স্কোয়াড মূল্য ১৫ কোটি ৯৪ লাখ ইউরো (প্রায় ২ হাজার ২৯৪ কোটি টাকা)।
এই জয়ের পর সৌদি প্রো লিগ সত্যিই বিশ্বসেরা লিগগুলোর কাতারে চলে এসেছে কি না, তা তারকা খেলোয়াড়, আয়-ব্যয়, জনপ্রিয়তা ও প্রতিদ্বন্দ্বিতার মতো বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরও গভীর গবেষণার প্রয়োজন। তবে, আল হিলালের এই ঐতিহাসিক জয় নিঃসন্দেহে সৌদি ফুটবলের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।