- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ৪২ বছর পর নবীনবরণ আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শিবির।
জানা গেছে, ইসলামী ছাত্রশিবিরের ক্যাম্পাসে সর্বশেষ নবীনবরণ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালে। তখন শাখা ছাত্রমৈত্রী, জাসদ ও ছাত্রলীগের বাধা ও সংঘর্ষের সময় চারজন শিবির কর্মী নিহত হন। এরপর নিরাপত্তাজনিত কারণে শিবির নবীনবরণ কার্যক্রম ক্যাম্পাসের বাইরে আয়োজন করে আসছিল।
নবীনবরণে অংশ নেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মাজহারুল ইসলাম ফাহিম বলেন, “আমাদের বলা হতো শিবির নারী বিদ্বেষী এবং হিংস্র। কিন্তু আমরা সরাসরি তাদের সঙ্গে পরিচিত হওয়ার পর শিবিরের সত্যিকারের চিত্র জানতে পেরেছি। আমরা চাই ক্যারিয়ার গাইডলাইনসহ শিক্ষার্থীদের সহায়তায় শিবির সবসময় সক্রিয় থাকে।”
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “১৯৮২ সালের ১১ মার্চ নবীনবরণ আয়োজনের সময় চারজন কর্মী শহীদ হন। তাদের স্মরণে প্রতি বছর ১১ মার্চ আমরা ‘শহীদ দিবস’ পালন করি। আজ আমরা প্রথমবার ক্যাম্পাসের ভিতরে নবীনবরণ সুষ্ঠুভাবে করতে পেরেছি, যা আমাদের জন্য বড় আনন্দের বিষয়।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন অনুষ্ঠানে বলেন, “গতকাল ও অতীতের শিক্ষার্থীদের জন্য সিট বাণিজ্য বন্ধ করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি। নবীনবরণের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মাঈন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ও চাকসু ভিপি সাদিক কায়েম ও ইব্রাহিম হোসেন রনি, এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শাখা শিবিরের নেতৃবৃন্দসহ প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।