Monday, January 19, 2026

৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ আত্মসাৎ মামলায় এস আলম চেয়ারম্যানসহ ১৩ জনের বিচার শুরু


ফাইল ছবিঃ এস আলম ও পি কে হালদার। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও তা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার নবম বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু করেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ গঠন শুনানিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাবি করে, পরিকল্পিতভাবে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের কাগজপত্র তৈরি করা হয়। পরে সেই ঋণের অর্থ ছাড় দেখিয়ে তা এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। এর ফলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

শুনানিকালে কারাগারে আটক থাকা রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক দুই কর্মকর্তা নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়। তারা অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের আগস্ট মাসে ‘মেসার্স মোস্তফা অ্যান্ড কোং’ নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সেই অর্থ ছাড় করে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

দুদকের তদন্তে দেখা যায়, ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ের প্রতিটি ধাপে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং গ্রুপসংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা সরাসরি জড়িত ছিলেন।

এই মামলায় বর্তমানে তিনজন আসামি কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তদন্ত শেষে গত বছরের অক্টোবরে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে আদালত তা আমলে নিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার আদেশ দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন