- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বৈধ আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছে সরকার। এ নির্দেশনার আওতায় লাইসেন্সধারীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটবর্তী থানায় তাঁদের বৈধ অস্ত্র জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন জাতীয় সংসদ নির্বাচনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত প্রার্থীরা। একই সঙ্গে তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রেও অস্ত্র প্রদর্শন সংক্রান্ত এই বিধিনিষেধ কার্যকর হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে কিংবা নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা কার্যকর করতে দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা রোধ ও ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।