Monday, January 19, 2026

সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে পোড়া মরদেহ উদ্ধার: এক ব্যক্তিকে গ্রেপ্তার


ছবিঃ সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মশিউর রহমান খান সম্রাট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার সাভারে পরিত্যক্ত একটি পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মশিউর রহমান খান সম্রাট, যিনি ‘সাইকো সম্রাট’ নামেও পরিচিত। তাঁর বয়স ৪০ বছর। পুলিশ জানায়, তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে সাভার মডেল থানার অদূরে অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর ভবনটির আশপাশে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে সম্রাটকে শনাক্ত করা হয়। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওই স্থানে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশের দাবি, গত ছয় মাসে ওই ভবন ও এর আশপাশের এলাকা থেকে মোট ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ ঘটনায় দায়ের হওয়া মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। হত্যার পেছনের উদ্দেশ্য ও ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানা সূত্রে জানা যায়, এর আগে গত বছরের ৪ জুলাই সাভার মডেল মসজিদের পাশের একটি চায়ের দোকানের পেছন থেকে ৭৫ বছর বয়সী আসমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। একই বছরের ২৯ আগস্ট পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো ও হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে ১১ অক্টোবর একই ভবন থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার হয়।

এ ছাড়া গত ১৯ ডিসেম্বর ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ রোববার সেখানে আরও দুইটি মরদেহ একজন যুবক ও এক কিশোরীর আগুনে পোড়া লাশ পাওয়া যায়।

ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের দেওয়া স্বীকারোক্তি ও অন্যান্য আলামতের ভিত্তিতে তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন