- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা কমিশনে আবেদন করেছেন, তারা www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করবেন।
পিএসসি প্রার্থীদের সতর্ক করেছেন, শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করলে তা বৈধ হবে।