Tuesday, October 14, 2025

২৭তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোডের নতুন নির্দেশনা


ফাইল ছবিঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা কমিশনে আবেদন করেছেন, তারা www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করবেন।

পিএসসি প্রার্থীদের সতর্ক করেছেন, শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করলে তা বৈধ হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন