- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইনতিসার আলমের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দায়ের করেছেন ২০ সেপ্টেম্বর, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
শিক্ষার্থী অভিযোগ করেছেন, পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক তার ব্যক্তিগত ফোন জব্দ করে এবং পরীক্ষার নিয়মাবলি ব্যাখ্যা করার অজুহাতে তার সংবেদনশীল স্থানে হাত দিয়ে স্পর্শ করেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। শিক্ষার্থী অভিযোগ দায়ের করার পাশাপাশি থানায় জিডি করেছেন এবং ঘটনার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজের কথাও উল্লেখ করেছেন।
আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শাহিনুজ্জামান জানান, এটি শুধুমাত্র একটি হয়রানির ঘটনা নয়, বরং একটি ফৌজদারি অপরাধ। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশে, বিশেষ করে পরীক্ষার কক্ষে এমন ঘটনা ঘটলে এটি শুধু নৈতিক ব্যর্থতা নয়, মানবাধিকার লঙ্ঘনের দিক থেকেও অত্যন্ত গুরুতর।”
অভিযোগের সঙ্গে জড়িত আরও এক শিক্ষার্থী নায়রিতা প্রিয়দর্শিনী হালদারও অভিযোগ করেছেন, অভিযুক্ত শিক্ষকের আচরণ অত্যন্ত অস্বাভাবিক এবং মেয়েদের প্রতি তার দৃষ্টিভঙ্গি অগ্রহণযোগ্য। এছাড়াও শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে মার্কস বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ম্যানেজার ফাতিয়ুস ফাহমিদ জানান, “ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় ন্যায়সংগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”
শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করবে।