- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনে সভা ডেকেছে। সভায় আগের ১৯টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও অংশ নেবেন। সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই চারটি বিশ্ববিদ্যালয়কেও গুচ্ছ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহবান জানানো হবে।
গত বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ১৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। এর আগে পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। সভার পরে চূড়ান্তভাবে জানা যাবে, এই শিক্ষাবর্ষে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত থাকবে।
এবার ভর্তি পরীক্ষা আবেদন শুরু করার সঠিক তারিখও সভার মাধ্যমে নির্ধারণ করা হবে। চলতি সপ্তাহে আবেদন প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর ইউজিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
নির্ধারিত তারিখগুলো:
২৭ মার্চ: ‘সি’ ইউনিট
৩ এপ্রিল: ‘বি’ ইউনিট
১০ এপ্রিল: ‘এ’ ইউনিট
এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ, এবং সদস্য সচিব হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
পবিপ্রবি উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম জানান, “ইতিমধ্যে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। সোমবার ইউজিসির সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা অনুষ্ঠিত হবে। আশা করছি, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু করা যাবে।”
এই সভার মাধ্যমে শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত তথ্য পাবেন, যা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।