Friday, December 5, 2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারিতে


ফাইল ছবিঃ ভর্তি পরীক্ষার্থী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সরকারি,স্বায়ত্বশাসিত (সামরিক-বেসামরিক) এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয়ার্ধে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (নার্সিং শিক্ষা) ফারজানা মান্নান জানিয়েছেন, “নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।”

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন অন্য কোনো পরীক্ষা বা ইস্যু থাকলে তার সঙ্গে সমন্বয় করা হবে। কোনো সমস্যা না থাকলে ওইদিনই পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

প্রার্থীর অবশ্যই ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে ব্যবধান ৩ বছরের বেশি হতে পারবে না।

বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০ শতাংশ আসন পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে।

  1. বিএসসি ইন নার্সিং: বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন), সাধারণ জ্ঞান-১০।

  2. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০, সাধারণ জ্ঞান-২০।

প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। এসএসসি ও এইচএসসি জিপিএর ৫ গুণিতক থেকে সর্বোচ্চ ২৫ নম্বর গণনা করা হবে। এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বরের। সর্বমোট নম্বর ১৫০। ৪০ নম্বর বা তার বেশি প্রাপ্ত প্রার্থীরা উত্তীর্ণ গণ্য হবেন। সরকারি প্রতিষ্ঠানে ভর্তি নির্বাচনী মেধাক্রম ও প্রার্থীর পছন্দ অনুযায়ী নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি উত্তীর্ণ প্রার্থীর মেধাক্রম অনুসারে অনুমোদন দেওয়া হবে।

এই পরীক্ষার মাধ্যমে দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা খাতে মেধাশক্তিশালী নতুন প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন