Friday, December 5, 2025

এনটিআরসিএ কার্যালয় অবরুদ্ধ, ১-১২তম ও ১৮তম নিবন্ধনধারীদের আন্দোলনে কার্যক্রম ব্যাহত


ছবিঃ এনটিআরসিএর সামনে ১-১২তম নিবন্ধনধারীরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ১-১২তম ও ১৮তম নিবন্ধনধারীদের ধারাবাহিক আন্দোলনের কারণে সংস্থার কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনেকেই বাহিরে ঘোরাফেরা করছেন বা সচিবালয়ে যাচ্ছেন। এতে কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “নিরাপত্তার জন্য একাধিকবার পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু পুলিশ শুধু নিচতলায় অবস্থান করছে, আন্দোলনকারীদের সরানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

বোরাক টাওয়ারের নিচতলায় অবস্থান করছেন ১-১২তম নিবন্ধনধারীরা। তারা অফিস অবরুদ্ধ করে বঞ্চিত দাবির বাস্তবায়ন দাবি করছেন। চতুর্থ তলায় ১৮তম নিবন্ধনধারীরা, যারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি, অবস্থান নিয়েছেন। তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ করে আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ১-১২তম নিবন্ধনধারীদের অধিকাংশের বয়স ৩৫ বছরের বেশি হওয়ায় তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এছাড়া ১৬৬টি মামলার রিভিউ আদালতের বিচারাধীন রয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এভাবে কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। আদালতের নির্দেশনা ছাড়া পদপ্রদানের কোনো সুযোগ নেই।”

এনটিআরসিএর কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের উত্তেজনা এতটাই তীব্র যে তারা অফিসে ঢুকতে সাহস পাচ্ছেন না। শারীরিক হেনস্থার ভয়ে অনেকেই বাইরে থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এতে সংস্থার নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি। তবে এনটিআরসিএর পক্ষ থেকে দাবী করা হয়েছে, দ্রুত কোনো সমাধান না হলে ভবিষ্যৎ কার্যক্রমও থমকে যেতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন