Tuesday, October 14, 2025

১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের জন্য ডুপ্লিকেট ও সংশোধিত ই-সনদ সংগ্রহের সুযোগ


ফাইল ছবিঃ সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ডুপ্লিকেট বা সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের সুযোগ উন্মুক্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (১২ আগস্ট) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রার্থী পূর্বে ই-প্রত্যয়নপত্র সংশোধন বা পুনরায় ডাউনলোডের জন্য আবেদন করেছিলেন, তারা এখন এনটিআরসিএর ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, প্রত্যেক প্রার্থী একবারই ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত সফট কপি এবং প্রিন্ট করা হার্ড কপি নিরাপদে সংরক্ষণের পরামর্শও দেওয়া হয়েছে।

সংস্থাটি আশা করছে, এ পদক্ষেপের মাধ্যমে প্রার্থীরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন