Tuesday, October 14, 2025

মৌচাকে পার্কিংয়ে গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের


ছবিঃ পুলিশ মরদেহ উদ্ধার করছে (সংগৃহীত)

রাজধানীর মৌচাকের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এলাকা থেকে জাকির হোসেন ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার ভোরে সাদা রঙের গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। সোমবার সকালে নিরাপত্তারক্ষী গাড়িটি চেক করার সময় ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে ঘুমিয়ে আছেন মনে হলেও ডাকাডাকিতে সাড়া না মেলায় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ নিতে আসা জাকিরের স্বজনরা দাবি করেছেন, ২ বছর আগে একটি ট্রাভেল এজেন্সিকে আমেরিকা পাঠানোর জন্য ২৫ লাখ টাকা দিয়েছিলেন জাকির, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং টাকা ফেরতও পাননি। গত ১০ আগস্ট টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এর পরদিনই জাকির ও তার বন্ধুর মরদেহ পাওয়া যায়।

ডিএমপির রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানান, গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। তিনি সেদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসে চলে যান, তবে চালক ও তার সঙ্গী গাড়িতে থেকে যান। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু—তা নিশ্চিত হওয়ার জন্য সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞ দল তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ বলছে, তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন