- ১৩ অক্টোবর, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
পুলিশ বলছে, সংঘর্ষের কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।