Friday, January 23, 2026

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২


ছবিঃ এক দিনের টানা হামলার পর দক্ষিণ লেবাননে আরও ইসরায়েলি বিমান হামলা (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত উপেক্ষা করে সিরিয়া–লেবানন সীমান্ত ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং প্রায় ১৯ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, তারা সিরিয়া–লেবানন সীমান্তের চারটি পারাপার পয়েন্টে হামলা চালিয়েছে, যেগুলো হিজবুল্লাহ অস্ত্র পাচারের কাজে ব্যবহার করত। একই সঙ্গে দক্ষিণ লেবাননের সাইদন এলাকায় হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারীকে হত্যার দাবিও করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে লেবাননের পক্ষ থেকে এসব হামলাকে সরাসরি বেসামরিক জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, “বসতিপূর্ণ গ্রাম ও শহরে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আবারও পরিকল্পিত আগ্রাসনের পথ বেছে নিয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলছে।”

তিনি আরও বলেন, এসব হামলা প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে মানতে আগ্রহী নয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আল-খারায়েব, আল-আনসার, ক্বানারিত, কফুর ও জারজু’সহ একাধিক গ্রাম ও শহরে হামলা চালায়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের ক্বানারিত শহরে চালানো বিমান হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। এছাড়া সাইদন জেলার জাহরানি শহরে একটি গাড়িতে হামলায় একজন এবং তির শহরের বাজুরিয়েহ এলাকায় আরেকটি গাড়িতে হামলায় আরও একজন নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর সড়কে পুড়ে যাওয়া গাড়ি ও ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। হামলার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে চালানো এসব হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সরাসরি বিরোধী। সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি হামলার কারণে যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করাও ব্যাহত হচ্ছে।

এদিকে চলমান হামলার মধ্যে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার হিসাব থেকে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন