- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার
যশোরবাসীর জন্য বড় সুসংবাদ এসেছে। যশোরের সম্মানিত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম-এর উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে মালঞ্চীতে একযোগে তিনটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৬.৯০ একর খাস জমিতে নির্মিত হতে যাচ্ছে —
বিভাগীয় সরকারি কর্মচারী হাসপাতাল,
যশোর হার্ট ফাউন্ডেশন,
এবং একটি নার্সিং কলেজ।
একই ক্যাম্পাসে সমন্বিতভাবে এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষও আধুনিক চিকিৎসার সুবিধা পাবেন বিশেষ করে হার্টের সব ধরনের উন্নত চিকিৎসা সেবা।
এছাড়া নতুন নার্সিং কলেজে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শিক্ষার সুযোগ তৈরি হবে। ফলে এ অঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও উন্মুক্ত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যশোর ও আশপাশের জেলাগুলোর স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।