- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
যশোরের চৌগাছায় জমি জালিয়াতির অভিযোগে সাবেক সাবরেজিস্ট্রার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) চৌগাছার নিরিবিলিপাড়ার আহম্মদ আলীর পক্ষে শাহাদৎ হোসেনের মেয়ে শারমিন সুলতানা এ মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী শেখ তাজ হোসেন তাজু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন—চৌগাছার সাবেক সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম, সরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর, দলিল লেখক আনেয়ার হোসেন, আন্দারকোটা গ্রামের মোফাজ্জেল হোসেন, তার স্ত্রী ফাতেমা খাতুন এবং ছেলে ইনামুল হোসেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০০৬ সালে শাহাদাৎ হোসেন মৃত্যুবরণ করার পর তার স্ত্রী ও দুই সন্তান আইনগতভাবে উত্তরাধিকারী হন। কিন্তু মোফাজ্জেল হোসেন পরিবারটি দীর্ঘদিন ধরে আহম্মদ আলীর পৈতৃক জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল।
২০১৩ সালে তারা মৃত শাহাদাৎ হোসেনের ছেলে পরিচয়ে মাহামুদুর রহমান মুক্তা নামে ভুয়া জন্মসনদ তৈরি করে এবং সেটি ব্যবহার করে ২০১৫ সালের ৩১ মার্চ চৌগাছা সাবরেজিস্ট্রি অফিসে জাল দলিল নিবন্ধন করে নেয়।
চলতি বছরের ৭ আগস্ট বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক ডাকা হলে আসামিরা জাল দলিল দেখিয়ে জমি দখলের হুমকি দেয় এবং সহিংসতার আশঙ্কা সৃষ্টি করে। পরে থানায় অভিযোগ দিলে তা গ্রহণ না করায় ভুক্তভোগী পক্ষ আদালতের শরণাপন্ন হন।