Tuesday, October 14, 2025

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজয়ের গাড়ি, অক্ষত পরিবারের সদস্যরা


ফাইল ছবিঃ বিজয় দেবারকোন্ডা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

গত শুক্রবার রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বাগদান উপলক্ষে আনন্দের মধ্যে ছিলেন ভক্তরা। তবে এবার দুঃসংবাদ—সড়ক দুর্ঘটনায় বিজয় দেবরাকোন্ডা মাথায় চোট পেয়েছেন।

তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছে একটি উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কার কারণে বিজয়ের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে পরিবারের সবাই নিরাপদ রয়েছেন। বিজয় নিজেই সামাজিক মাধ্যমে জানান, “সব ঠিক আছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমরা ভালো আছি। মাথাটা সামান্য ধরেছে, কিন্তু ঠিক হয়ে যাবে।”

পুলিশ জানিয়েছে, কেউ আহত হয়নি এবং দুর্ঘটনার পর বিজয় অন্য গাড়িতে ফিরে যান। অভিনেতাকে আগামীতে ‘রাউডি জানার্ধন’ ও ‘ভিডি১৪’ ছবিতে দেখা যাবে, পাশাপাশি শোনা যাচ্ছে তিনি রাশমিকার সঙ্গে নতুন একটি প্রজেক্টেও কাজ করবেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন