Tuesday, October 14, 2025

যশোরে ১০ বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক


ছবিঃ ১০ বোতল বিদেশি মদ ও ভারতীয় নাগরিক আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | যশোর :

যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে ১০ বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক উত্তম হালদার (৩৯)কে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উত্তম হালদারের ব্যাগ তল্লাশা করা হলে সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারত থেকে মদগুলো যশোর হয়ে ঢাকায় পাচার করার উদ্দেশ্য ছিল।

উত্তম হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তিনি ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন