Tuesday, October 14, 2025

পাবনার ঈশ্বরদীতে দূর্গাপূজা উপলক্ষে অনুদান প্রতারণা, হতদরিদ্রদের টাকা হাতিয়ে নিল চক্র


ছবিঃ পাবনার ঈশ্বরদীতে দূর্গাপূজা উপলক্ষে অনুদান প্রতারণা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | পাবনা:

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল দাশপাড়া গ্রামে দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েছেন।

জানা গেছে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী পলাশ চন্দ্রকে মোবাইল ফোনে জানান, সরকারি অনুদান হিসেবে নগদ ৪২০০ টাকা এবং চাল-ডাল-তেলসহ সামগ্রী দেওয়া হবে। পলাশ চন্দ্র উপজেলার একটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে তাঁকে আরেকটি নম্বর দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। পরে এই ‘উর্ধ্বতন কর্মকর্তা’ অনুদান ফরম বাবদ ৬০০ টাকা করে দিতে হবে বলে জানান।

পলাশ চন্দ্র ওই প্রতারক নির্দেশনা অনুযায়ী ৩৬টি পরিবারের থেকে মোট ২১,৬০০ টাকা উত্তোলন করে বিকাশ নম্বরে প্রেরণ করেন। টাকা প্রেরণের পরেই নম্বরটি বন্ধ হয়ে যায়। ঘটনার পর সুনীল চক্রবর্তীকেও অবহিত করলে তিনি নিশ্চিত করেন যে নম্বরটি ভুয়া।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তারা দ্রুত দোষীদের শাস্তি এবং টাকা ফেরত চাইছেন। শ্রী শ্রী বারোয়ারী মাতৃ মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র বলেন, “উপজেলা কমিটির সভাপতির পরামর্শে অনুদানের আশায় টাকা প্রেরণ করেছি। আশা করি দ্রুত বিষয়টি সমাধান হবে।”

ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানান, আসন্ন দূর্গাপূজার জন্য সমাজসেবা অফিস থেকে কোনো অনুদান আসেনি এবং ফোনও করা হয়নি। বিষয়টি পুলিশে অভিযোগ করার প্রস্তুতি চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন