- ১৩ অক্টোবর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে পদযাত্রা করার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রা শুরু করেন তাঁরা। তাঁদের উদ্দেশ্য ছিল যমুনা ঘেরাও করা।
দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশের এলাকায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
চাকরিচ্যুত এসব বিডিআর সদস্যের সুনির্দিষ্ট দাবি বা তাঁদের বরখাস্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।