- ১৩ অক্টোবর, ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবে না। তিনি আরও মন্তব্য করেন যে, প্রতিপক্ষ বাহিনীর সাথে বিজিবি কোনো ধরনের নমনীয় আচরণ করবে না।
এ সময় বিজিবি মহাপরিচালক সীমান্তে চোরাচালান বন্ধে সৈনিকদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে, মহাপরিচালক নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।