Tuesday, October 14, 2025

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ, ৯ জন উদ্ধার


ফাইল ছবিঃ ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে তিন জেলে(সংগৃহীত । ইন্টারনেট)

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উদ্ধার হওয়া জেলেরা এই দুর্ঘটনার খবর জানান।

জেলেরা বলেন, গত শনিবার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন 'এফবি সাইকুল' নামের ট্রলারটি মাছ শিকারের জন্য সাগরে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ঘাটে ফেরার সিদ্ধান্ত নেয়। ফেরার পথেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলার মালিক আলমগীর খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরার ট্রলারটি ১২ জন জেলে নিয়ে সাগরে গিয়েছিল। মঙ্গলবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক সহায়তায় ৯ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এখনও তিনজন জেলে নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারের চেষ্টা চলছে।

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক কালবেলাকে বলেন, "ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।"

নিখোঁজ জেলেদের সন্ধানে এবং তাদের দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীরা কাজ করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন