- ১৪ অক্টোবর, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া। বিস্ফোরণের পর তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাত পৌনে ২টার দিকে তারা একটি বিকট শব্দ শোনেন। এরপর ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন পরিবারের তিন সদস্যের শরীর আগুনে ঝলসে গেছে এবং ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তাসলিমা মনি আরও জানান, তাদের ধারণা, বাসায় গ্যাস লিকেজ হয়ে জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ এবং শিশু রাফিয়ার ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনি উল্লেখ করেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
রমনা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং বিস্ফোরণের কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।