- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ | স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশান এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলার আসামি হিসেবে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি করেছিলেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আসাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের দায়ী করা হয়েছে।