- ১৪ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ | স্টাফ রিপোর্টার:
রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিকটবর্তী স্টেশন থেকে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় অর্ধঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে পাম্পসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।